ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ড্রাগনের শহরে

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
ড্রাগনের শহরে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

থিম্পু, ভুটান থেকে: আট দিনে ভুটানের রাজধানী থিম্পুতে এসে পৌঁছালো বিবিআইএন র‌্যালি। ১৬৮ কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরুলো ১০ ঘণ্টার বেশি সময়ে।



শনিবার (২১ নভেম্বর) বিকেলে থিম্পুর লা-মেরিডিয়ান হোটেলে উত্তরীয় পরিয়ে রাইডারদের স্বাগত জানান ভুটানের শ্রম ও জনশক্তি বিষয়ক মন্ত্রী নিনা সাংগায় শেম্পো।

এসময় আরও উপস্থিত ছিলেন, থিম্পুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী। পরে সন্ধ্যায় এক নৈশভোজ শেষে ভুটানের সাংস্কৃতি ঐতিহ্য পরিবেশন করা হয়।

সেখানে ভুটানের সংস্কৃতি মন্ত্রী সোনাম ডেনডুপ বাংলানিউজকে বলেন, ভুটানের ভাষা জোংকা। জোংকা ভাষায় ড্রাগনকে বলা হয় ড্রুংকা। সেখান থেকেই দেশের নাম ভুটান।

তিনি আরও বলেন, ভুটানে ড্রাগনকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। এ কারণে পতাকা থেকে শুরু করে সবখানেই ড্রাগনের প্রতীক রয়েছে।

নৈশভোজে আরও উপস্থিত ছিলেন থিম্পুতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত গৌতম বানবাওয়ালে।

রোববার (২২ নভেম্বর) পুরো দিনই সেমিনারে সময় কাটাবেন রাইডাররা।

ছবির মতো পরিষ্কার-গোছানো শহর থিম্পু। এ শহরকে বলা হয় থান্ডার্ড ড্রাগনের শহর। পৃথিবীর অন্য যেনো শহরের তুলনা করলে এ শহরে মানুষ নেই বললেই চলে।

অল্প সংখ্যক মানুষের মধ্যে রয়েছে পর্যটকও। এখানে স্যুট পরা মানুষের সংখ্যা নেই। কারণ অফিসিয়ালরা স্থানীয় পোশাক ঘো এবং কিরা পরেই থাকেন।

এর আগে সকালে অষ্টম দিনের মতো যাত্রা শুরু করলো র‌্যালি। শনিবার সকালে ফুয়েনসলিং সীমান্ত থেকে র‌্যালির ফ্ল্যাগ অফ করেন ফুয়েনসালিংয়ের মেয়র সে তো ন্দ্রঞ্জী, পুলিশ সুপার মিং তেসরিং ও ভারতীয় কনস্যুলার জেনারেল পীযূষ দত্ত।

র‌্যালীতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মন্ডলের নেতৃত্বে ছয় সদস্যের দলে রয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক মাকসুদুর রহমান, বাংলাদেশ ফ্রেড ফরোয়াডর্স অ্যাসোসিয়েশনের পরিচালক (পোস্ট অ্যান্ড কাস্টমস) সাইদ মো. বখতিয়ার, শ্যামলী পরিবহনের ম্যানেজার নয়ন কুমার রায় এবং বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল হক।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এমএন/এএ

** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।