ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাইবার আক্রমণ রুখতে প্রস্তুত থাকতে হবে ভারতকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
সাইবার আক্রমণ রুখতে প্রস্তুত থাকতে হবে ভারতকে

কলকাতা: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তাদের নিয়োগ পদ্ধতি পরিচালনা করছে বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার।

সোমবার (২৩ নভেম্বর) ড্যাফকম-২০১৫ এর সভায় তার বক্তব্যে তিনি এ দাবি জানান।



মনোহর বলেন, আগামী দিনে ভারতকে সাইবার আক্রমণ থেকে রোখার জন্য সর্বতভাবে প্রস্তুত থাকতে হবে।

ইন্টারনেটের মাধ্যমে জঙ্গি কার্যকলাপের তত্ত্ব ভারতে বর্তমানে খুব বেশি আলোচিত হচ্ছে। শুধু নিরাপত্তা বিশেষজ্ঞরা নন, সাধারণ মানুষও এ নিয়ে তাদের ভাবনা প্রকাশ করছেন। ভারতে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহার নিয়েও বিভিন্ন স্তরে আলোচনা হচ্ছে। প্যারিসে হামলার পর এ আলোচনা আরও বেড়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর মন্তব্য করা হচ্ছে।

এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ভিএস/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।