ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভুনতাংয়ের ঠাণ্ডায় তুগবোর উত্তাপ

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ভুনতাংয়ের ঠাণ্ডায় তুগবোর উত্তাপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভুনতাং, ভুটান থেকে: ভুনতাংয়ের চাংখার শহরে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালের তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস। রোদ উঠছে, তবে ধীরে ধীরে।

তাই মোটা জ্যাকেট, কানটুপি ও গ্লাবসে মুড়িয়ে আছে চাংখারবাসী।

এখানে কাঠ ও কয়লার হিটার খুব জনপ্রিয়। কয়লার মধ্যে শাল কাঠের টুকরো দিলেই কেমন দাউদাউ করে জ্বলে ওঠে। স্থানীয় কালিয়া গেস্ট হাউজের স্টাফরা এই ঠাণ্ডায় প্রতি দুই মিনিট কাজ করেই একবার করে এসে দাঁড়াচ্ছেন কয়লার হিটারের সামনে।

পাশেই একটি প্যাগোডা, নাম জিগমি তেনজিং। সেখানে কাংসো পূজার রান্না চলছে। সেখানে চুলা থেকে গরম তুগবো উঠিয়ে আপ্যায়ন করলেন স্থানীয় অধিবাসী লাখাং।

তুগবোর রেসিপিটাও দেখে নেওয়া গেলো এক নজরে। চালের গুঁড়াকে ফুটিয়ে তার সঙ্গে পনির, মরিচের গুঁড়া, জিঞ্জার আর লবণ দেওয়া হয়, ব্যস। ধোঁয়া ওড়া তুগবোর কাপে চুমুক দিতেই শরীর গরম হয়ে গেলো।

লাখাং জানান, এটা পবিত্র খাবার। এ পূজার মধ্য দিয়ে দীর্ঘজীবন কামনা করা হয় প্রিয়জনের। সোমবার (২৩ নভেম্বর) রাতে এখানে বরফ পড়েছিল হালকা। আর আটদিনের মধ্যেই পুরোদমে বরফ পড়া শুরু করবে। ফেব্রুয়ারি পর্যন্ত এমনটা চলবে বলেও জানালেন তিনি।

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র্যালির গাড়িগুলোর ওপর রাতে বরফের আচ্ছাদন পড়ছে। আর খুব শিগগিরই বরফে আচ্ছাদিত হবে এ শহর।

শীতের দেশে শক্তিশালী পানীয় শরীরকে গরম রাখে। আর ভুমতাংয়ের ঐতিহ্যবাহী পানীয় হচ্ছে ‘আরা’। বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলোর সহজলভ্য দো-চুয়ানির মতো নয় এটি। দো-চুয়ানির মূল উপাদান ভাত, কিন্তু আরা’র মূল উপকরণ ডিম।

সোমবারের নৈশভোজে থিংসলে জানান, ডিমকে ফার্মেন্টেশন করে আরা বানানো হয়। কখনো কখনো চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত ফার্মেন্টেশন চলে। যেটিকে যতো বেশি ফার্মেন্টেশন করা হয়, সেটি ততো স্ট্রং। আর বরফের শহরে শরীরের ভেতরটাকে গরম রাখতে আরা’র বিকল্প নেই। তাই এ শহরের সব ঘরে আরা এবং হিটার থাকবেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মণ্ডলের সঙ্গে পাশের চাংখার বাজারে গিয়ে দেখা গেলো, শীতের সকালে ধীরে ধীরে পসরা সাজাচ্ছেন দোকানিরা। এখানে মেয়ে বিক্রেতার সংখ্যাই বেশি। কাঁপুনি ধরা হাতে সবজিগুলোকে সাজিয়ে রাখছেন তারা। কিছু কমলা আর আপেল কেনা হলো এখান থেকে।  

শহরের পাশেই ধানখেত। তার ওপর দিয়ে দৌঁড়াচ্ছে কুয়াশা। ধীরে ধীরে সূর্যের তেজ বাড়ছে। বিবিআইএন কর্তৃপক্ষ জানালেন, মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৭ ডিগ্রি সেলসিয়াস।

র‌্যালিতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মণ্ডলের নেতৃত্বে ৬ সদস্যের দলে রয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক মাকসুদুর রহমান, বাংলাদেশ ফ্রেড ফরোয়ারডার্স অ্যাসোসিয়েশনের পরিচালক (পোস্ট অ্যান্ড কাস্টমস) সাইদ মো. বখতিয়ার, শ্যামলী পরিবহনের ম্যানেজার নয়ন কুমার রায় এবং বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল হক।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এমএন/একেএ/এএসআর

** ইয়াকের দেখা মিললো উরা উপত্যকায়
** মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার ভুমতাংয়ে
** অস্ত্রহীন পুলিশ, সিগন্যাল ছাড়া ট্রাফিক
** পান চাবানোর দেশে স্মোক ইজ ক্রাইম!
** থিম্পুতে ফ্ল্যাগ অফ করলেন ধুনজেল
** থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি
** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।