ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এইডস দিবসে আগরতলায় পথসভা-মোমবাতি মিছিল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
এইডস দিবসে আগরতলায় পথসভা-মোমবাতি মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বিশ্ব এইডস দিবস (১ ডিসেম্বর) উপলক্ষে এইডস আক্রান্তদের নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হলো পথসভা ও মোমবাতি মিছিল।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ পথসভা ও মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়।



ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের সচিব এম নাগারাজু।

পথসভায় তিনি বলেন, এ বছর বিশ্ব এইডস দিবসের মূল স্লোগান হলো- থ্রি জিরো, জিরো নিউ ইনফেকশন, জিরো নিউ ট্রানসমিশন এবং জিরো ডিসক্রিমিনেশন।

ত্রিপুরা রাজ্যে এখন প্রায় নয়শ’ এইচআইভি আক্রান্ত রোগী রয়েছেন জানিয়ে তিনি বলেন, রাজ্য সরকার তাদের এখন থেকে মাসে পাঁচশ’ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতর এ ভাতা দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখার সচিব এন সি ভৌমিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পথসভা শেষে উপস্থিত সবাই মোমবাতি মিছিলে অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিলো এআইডিএস স্বচেতনতা বিষয়ক প্ল্যাকার্ড।
 
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।