ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার পুর ও নগর নির্বাচনের ভোটগ্রহণ শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ত্রিপুরার পুর ও নগর নির্বাচনের ভোটগ্রহণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার পুরনিগম, পুরপরিষদ ও নগর পঞ্চায়েতের ভোট গ্রহণ বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাতটা থেকে শুরু হয়েছে।

নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সী ভোটার লাইন ধরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন দীর্ঘ দেখা যাচ্ছে।

ভোট কেন্দ্র করে কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বুথের ভেতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বুথগুলির পাশাপাশি পুর ও নগরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর ফ্লাইং স্কোয়ার্ড টহল দিচ্ছে।

ত্রিপুরা নির্বাচন দপ্তরের সচিব তমাল মজুমদার বাংলানিউজকে জানান, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২১ শতাংশ। ভোটাররা মোট ৮৮৬জন প্রার্থীর ভাগ্য ইভিএমবন্দি (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) করছেন। এর মধ্যে কংগ্রেসের প্রার্থী রয়েছেন ২৭২ জন, বিজেপির প্রার্থী ২৫০জন, তৃণমূল কংগ্রেসের ৩২জন, বামফ্রন্টের ২৯৯জন, আমরা বাঙালি দলের ১৭জন এবং অন্যান্য দলসহ নির্দলীয় প্রার্থী ৩৩জন।

আগামী ১২ ডিসেম্বর ভোটের ফল প্রকাশ হলে জানা যাবে জনগণ কাদের আগামী পাঁচ বছরের জন্য দেখতে চাইছেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।