আগরতলা: আগরতলার পুরনিগম নির্বাচনে পায়ে হেঁটে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
বুধবার (৯ ডিসেম্বর) ভারতীয় সময় বেলা ১১টার দিকে আগরতলার আখাউড়া রোডের সরকারি কোয়ার্টার থেকে পায়ে হেঁটে পার্শ্ববর্তী শিশুবিহার স্কুলের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি।
ভোট দিয়ে বেরিয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।
এদিকে ভোটকে কেন্দ্র করে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুপুর ১টা পর্যন্ত ৬০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন দফতর থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
আরএম
** ত্রিপুরার পুর ও নগর নির্বাচনের ভোটগ্রহণ শুরু