ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন বসবে ৮ জানুয়ারি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ত্রিপুরা রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন বসবে ৮ জানুয়ারি

আগরতলা: ত্রিপুরা রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন বসছে আগামী বছরের ৮ জানুয়ারি থেকে।

ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় একাদশ বিধানসভার নবম অধিবেশন আহ্বান করেছেন।



৮ জানুয়ারি (শুক্রবার) বেলা ১১টায় ক্যাপিট‍াল কমপ্লেক্সের বিধানসভা ভবনে বসবে শীতকালীন অধিবেশন।

বিধানসভার সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানিয়েছেন। তবে বিধানসভার অধিবেশন কতদিন পর্যন্ত চলবে তা জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসএন/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।