ঢাকা, মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জোড়া খুনে ত্রিপুরার গোমতীতে আটক ১

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
জোড়া খুনে ত্রিপুরার গোমতীতে আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): জোড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ত্রিপুরার গোমতী জেলায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) জেলা সদরের উদয়পুরের প্রেরাতিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।



এর আগে সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে কালীবাড়ি চত্বরে দুইজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান উদয়পুর মহকুমা পুলিশ সুপার রতন কুমার দাস এবং এস পি প্রবীর মজুমদার।

এদিকে পুলিশ জানায়, খুনের রহস্য বের করতে এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ জড়িত সন্দেহে বিমল দেবনাথ নামে একজনকে আটক করেছে পুলিশ। কালীবাড়ি এলাকার ওই বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, আটক ওই ব্যক্তি খুনের কথা স্বীকার করে লাঠি দিয়ে আঘাত করে নিহতদের খুন করা হয়েছে জানিয়েছেন।

তাকে উদয়পুরের রাধাকিশোরপুর থানায় রাখা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বিমলকে আদালতে তোলা হবে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫।
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।