ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আমবাসায় শুরু হচ্ছে যুব উৎসব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আমবাসায় শুরু হচ্ছে যুব উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার ধলাই জেলার আমবাসায় শুরু হচ্ছে দু’দিন ব্যাপী রাজ্য ভিত্তিক যুব উৎসব।

বুধবার (২৩ ডিসেম্বর) থেকে আমবাসার চান্দ্রাই পাড়া স্কুল মাঠে এ উৎসবের উদ্বোধন করবেন রাজ্য যুব, ক্রীড়া ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী।

ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে উৎসবটির আয়োজন করা হয়েছে।

মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক বিধায়ক, স্বশাসিত জেলা পরিষদের নির্বাহী সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উৎসবে রাজ্যের আটটি জেলায় আয়োজিত জেলা ভিত্তিক যুব উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক বিভাগের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলগুলো অংশ নেবে।

ত্রিপুরার বিভিন্ন জাতি-উপজাতির মানুষের লৌকিক গান, নৃত্যসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়ে থাকে এ উৎসবে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।