ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা চা-মজদুর ইউনিয়নের প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
ত্রিপুরা চা-মজদুর ইউনিয়নের প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন

আগরতলা: ৯ দফা দাবিকে সামনে রেখে সোমবার (২৮শে ডিসেম্বর) শ্রম কমিশনারের নিকট প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিল ত্রিপুরা চা-মজদুর ইউনিয়ন।

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, চা শ্রমিকদের বসবাসের ঘর বাগান কর্তৃপক্ষের অর্থে নির্মাণ করে দেওয়া, প্রত্যেক চা বাগানে উপযুক্ত ডাক্তার নিয়োগ ও প্রয়োজনীয় ঔষধ মজুদ করা, বর্তমানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন চা বাগানে যেসব বেকার শ্রমিক রয়েছেন তাদেরকে কাজে নিয়োগ করা সহ মোট ৯ দফা দাবিকে সামনে রেখে সোমবার (২৮শে ডিসেম্বর) শ্রম কমিশনার স্বপন কুমার দাশের কাছে এই প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেয় ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠন  ত্রিপুরা চা-মজদুর ইউনিয়ন।



এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব নীরদ বরন দাস ও সংগঠনের সভাপতি অমর রঞ্জন গুপ্ত সহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা,ডিসেম্বর ২৮, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।