ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বছরের প্রথম দিনেও কাজে ব্যস্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
বছরের প্রথম দিনেও কাজে ব্যস্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: শুক্রবার (১লা জানুয়ারি ২০১৬) বছরের প্রথম দিনও কাজে ব্যস্ত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এদিন দুপুরে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী হাঁপানিয়া এলাকায় নির্মীয়মাণ আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

গোটা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত প্রকৌশলীদের কাছ থেকে জেনে নেন নানা খুঁটিনাটি তথ্য। সেই সঙ্গে দেখেন নির্মাণের ম্যাপটিও।

মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানান একটি একটি অংশ করে শেষ হচ্ছে। তাই এর নির্মাণ কাজ শেষ হতে ২০১৬ সালের ডিসেম্বর মাস লেগে যেতে পারে।

নির্মাণ কাজের মাঝপথে ভারতের কেন্দ্রীয় সরকার অর্থ প্রদান বন্ধ করে দেওয়ায় কাজে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘তবে যে ভাবেই হোক এর নির্মাণের অর্থ সংস্থান করা হবে’।

নির্মীয়মান আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী, রাজ্যের মুখ্য সচিব ওয়াই পি সিং সহ রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকারিকরা।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।