ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬-এর থিম সং উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬-এর থিম সং উদ্বোধন

কলকাতা: কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলো কলকাতার অন্যতম থিয়েটার উৎসব ‘ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬’।

সোমবার (০৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ফেস্টিভ্যালে ‘থিম সং’ প্রকাশ করা হয়।

অনুষ্ঠানের নিবেদন করেন ‘রুথ মিউজিক’। সৌমদীপ হালদারের সুরে গানটি গেয়েছেন সৌমিতা গাঙ্গুলি এবং সৈম্যদীপ হালদার।

থিম মিউজিকের পরিকল্পনা করেছেন ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬-এর অন্যতম সংগঠক ‘এফ থ্রি ইনকর্পোরেশন’-এর তরফে রাজর্ষি দাস।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজয় প্রসাদ, সুদীপ্ত বসু, বিজয় লক্ষ্মী বর্মণ, প্রেমাসিস দে, কোহিনুর সেন বরাট, জয় সেনগুপ্ত, পাপিয়া সিংহ রায় প্রমুখ।

বাঙলাথিয়েটর.ইন এর প্রতিষ্ঠাতা তনুশ্রী রায় ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬ সম্পর্কে বলেন, ভারতের বিভিন্ন রাজ্যসহ বাংলাদেশের নাট্য দল এই উৎসবে অংশ নিচ্ছে।

এ সময় মিডিয়া পার্টনার হিসেবে উৎসবে অংশ নেওয়ায় বাংলাদেশের প্রথম সারির অনলাইন মিডিয়া বাংলানিউজকে ধন্যবাদ জানান, ফেস্টিভ্যালের জনসংযোগ কর্মকর্তা রাজর্ষি দাস।

আগামী ৮ জানুয়ারি কলকাতার বিখ্যাত প্রেক্ষাগৃহ অহীন্দ্র মঞ্চে উৎসবের প্রথম নাটক পরিবেশন করা হবে। এছাড়াও আইসিসিআর এবং সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে ৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন নাটক পরিবেশিত হবে।

অনুষ্ঠানের শেষ দিন চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট পরিচালিত নাটক পরিবেশন করা হবে।

ইতোমধ্যেই গোটা কলকাতা ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬-এর ব্যানারে ছেঁয়ে গেছে। উৎসবের মূলপর্ব শুরুর আগেই টিকিটের চাহিদা তুঙ্গে বলে জানিয়েছেন আয়োজকরা। কলকাতার দর্শক মহলে পড়েছে উল্লেখযোগ্য সাড়া।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
ভিএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।