ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অবশেষে ত্রিপুরায় পণ্যবাহী ব্রডগেজ ট্রেন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
অবশেষে ত্রিপুরায় পণ্যবাহী ব্রডগেজ ট্রেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: অবশেষে ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছালো পণ্যবাহী ব্রডগেজ ট্রেন। এর ফলে রাজ্যের জনসাধারণের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।



সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত জিরানীয়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় ১২৬১ ডব্লিউডিজি-৪ নম্বরের পণ্যবাহী ব্রডগেজ ট্রেন।
ট্রেনটিকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন- ত্রিপুরার পরিবহন মন্ত্রী মানিক দে, পরিবহন সচিব সমরজিৎ ভৌমিকসহ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আধিকারিকরা।

ট্রেনটি প্রথমে এসে জিরানীয়া স্টেশনের বাইরে থামে। পরে মন্ত্রীসহ আধিকারিকরা সবুজ পতাকা নেড়ে ট্রেন আসার ঘোষণা দিলে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি দেখতে এদিন স্টেশন চত্বরে উৎসাহী জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

মোট ৪২টি বগির এ ট্রেন ফুল কর্পোরেশন অব ইন্ডিয়া’র (এফসিআই) চাল নিয়ে এসেছে। এ চাল এখান থেকে ট্রাকে করে পৌঁছানো হবে এফসিআই’র বিভিন্ন গুদামে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।