ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভূমিহীন পরিবারগুলোকে ভূমির দেয়া হচ্ছে ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
ভূমিহীন পরিবারগুলোকে ভূমির দেয়া হচ্ছে ত্রিপুরায় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা সরকারের ভূমি ও রাজস্ব দপ্তরের উদ্যোগে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মহাকরণে সোমবার(২৯শে ফেব্রুয়ারি) দুপুরে হয় বৈঠকটি।



এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, ভূমি ও রাজস্ব দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী, রাজ্যের মুখ্য সচিব ওয়াই পি সিং, প্রধান সচিব এম নাগার্জুনসহ রাজ্যের ৮টি জেলার ৮ জন জেলা শাসক ও সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকরা।

বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন জবর দখল করে রাখা সরকারি জমি দখল মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজ্যের ভূমিহীন মানুষের জন্য শুধু ভূমির বন্দোবস্তই নয় তাদের জন্য ঘর, শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে।

বৈঠকে জানানো হয় যে রাজ্যের ভূমি ও রাজস্ব দপ্তর রাজ্যে দারিদ্র্য সীমার নিচে বসবাসরত ৫ হাজার ১শ‘ ১৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ভূমির বন্দোবস্ত প্রদান করেছে এবং আরও ৫ হাজার ৫ শ‘ ৫২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ভূমির বন্দোবস্ত প্রদানের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।