ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নবম আগরতলা ম্যারাথন অনুষ্ঠিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, মার্চ ২৭, ২০১৬
নবম আগরতলা ম্যারাথন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: রোববার (২৭ মার্চ) সাপ্তাহিক ছুটির দিন রাজধানীতে অনুষ্ঠিত হলো নবম আগরতলা ম্যারাথন।

এদিন সকালে আগরতলার ক্ষুদিরাম বসু স্কুল মাঠ থেকে শুরু হয় ম্যারাথন।

ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের মন্ত্রী সহিদ চৌধুরী পতাকা নেড়ে দৌড়ের সূচনা করেন।

পুরুষ ও মহিলা এ দু’টি বিভাগে অনুষ্ঠিত হয় ম্যারাথন। পুরুষ বিভাগের জন্য দূরত্ব ছিল ২১ কিমি. ও মহিলা বিভাগের জন্য দূরত্ব ছিল ১০ কিমি.। দুই গ্রুপে এক হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেন।

এদিন মাঠে মন্ত্রী সহিদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা ম্যারাথনের প্রতিষ্ঠাতা ডা. বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা, উদ্যোক্তা সংস্থার সভাপতি সুজিত রায়, অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্ট মন্টু দেবনাথসহ অন্যরা।

এনজিসি ত্রিপুরা অ্যাসেট এবং ত্রিপুরা প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ম্যারাথন দৌড়ের উদ্যোক্তা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬‍
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।