ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা-বদরপুর ব্রডগেজ লাইনে নিরাপত্তা যাচাই শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আগরতলা-বদরপুর ব্রডগেজ লাইনে নিরাপত্তা যাচাই শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলা ও বদরপুরের মধ্যে নবনির্মিত ব্রডগেজ ট্রেন লাইনের যাত্রী নিরাপত্তা পরীক্ষার কাজ শুরু হয়েছে।

রোববার (২৭ মার্চ) দুপুরে আগরতলা রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে সুরক্ষা কমিশনার শৈলেশ পাঠক নিরাপত্তা পরীক্ষার কাজ শুরু করেন।

তার সঙ্গে আরও চারজন সদস্য রয়েছেন।

প্রথমে রেলের প্লাটফর্ম, ফুটওভার ব্রিজসহ স্টেশন চত্বরের বিভিন্ন খুঁটিনাটি বিষয় পরীক্ষা করে শৈলাশ পাঠকের নেতৃত্বাধীন দলটি। ট্র্যাক ও স্বয়ংক্রিয় সিগনালিং সিস্টেমও পরীক্ষা করেন তারা। তারপর ট্রলি নিয়ে বেরিয়ে পড়েন ট্র্যাক পরিদর্শনে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দু’টি পর্যায়ে এ নিরাপত্তা পর্যবেক্ষণ সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে আগরতলা থেকে কুমারঘাট পর্যন্ত যাচাই করা হবে। এর জন্য তিনদিন সময় লাগবে। আর দ্বিতীয় পর্যায়ে যাচাই করা হবে কুমারঘাট থেকে বদরপুর পর্যন্ত। এর জন্যও তিন দিন ধার্য করা হয়েছে।

নিরাপত্তা পরিদর্শন শেষে পরিদর্শক টিম ভারত সরকারের রেলওয়ে মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেবে। এ নিরাপত্তা রিপোর্টের ভিত্তিতেই এ রুটে যাত্রীবাহী ব্রডগেজ ট্রেন চলাচলের দিনক্ষণ নির্ধারিত হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।