ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে ট্রেন লাইনচ্যুত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে ট্রেন লাইনচ্যুত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে পাথর বুঝাই ব্রডগেজ মালবাহী ট্রেন উদয়পুর রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে সিপাহীজলা জেলার বিশালগড় ব্রজপুর এলাকায় লাইনচ্যুত হয়।

এতে গোমতী জেলার উদয়পুরের মধ্যে রেললাইন চালুর ক্ষেত্রে শুরুতেই বড়-সড় ধাক্কা খেল।

রোববার (১৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। এর ফলে অন্তত দুই কিলোমিটার রেলওয়ে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়। তাই ট্রেনটি ঘটনাস্থলে আটকে পড়ে আছে। এই ক্ষতিগ্রস্ত ট্র্যাক আবার নতুন করে বসিয়ে ট্রেনটিকে সরাতে হবে।

ত্রিপুরা সরকারের তরফে দাবি জানানো হয়েছে, আগরতলার সঙ্গে উদয়পুর পর্যন্ত ব্রডগেজ ট্রেন পরিসেবা চালু করার জন্য। এরইমধ্যে উদয়পুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেনের ইঞ্জিন চালানো হয়।

পরবর্তী পর্যায়ে পাথর বুঝাই মালবাহী ট্রেন চালাতে গিয়ে এদিন এ বিপত্তি দেখা দেয়। বিপত্তির জন্য আগরতলার সঙ্গে উদয়পুর পর্যন্ত ট্রেন পরিসেবা চালুর ক্ষেত্রে নতুন করে সমস্যার সৃষ্টি হল। সময় মতো উদয়পুর পর্যন্ত ট্রেন চালুর বিষয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।