ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জ্যোতি বসুর ৯৮ তম জন্মদিন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুলাই ৮, ২০১১
জ্যোতি বসুর ৯৮ তম জন্মদিন

কলকাতা: প্রয়াত কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বাংলাদেশের অকৃত্তিম বন্ধু জ্যোতি বসুর ৯৮তম জন্মদিন আজ। গভীর শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে এ দিনটি পালন করা হবে।



বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারদীর বিখ্যাত ডা. নিশিকান্ত বসু ও হেমলতা বসুর ছেলে জ্যোতি বসু কলকাতার হ্যারিসন রোডের বাড়িতে ১৯১৪ সালের ৮ জুলাই জন্মগ্রহণ করেন।

২০১০ সালের ১৭ জানুয়ারি কলকাতায় তিনি প্রয়াত হন।

জন্মদিন পালনের কথা উঠলেই তিনি বলতেন, ‘কমিউনিস্টদের জন্মদিন পালনের রীতি নেই। তবুও বহু মানুষ আসেন এই দিনে। ওরা শুভেচ্ছা জানান। ’

প্রতি বছরই তার কলকাতার সল্টলেকের ইন্দিরা ভবনের বাসভবনে জন্মদিন পালন করে ‘পথের পাঁচালি’ নামের একটি সংস্থা।

এ সংস্থার পক্ষ থেকে তার দীর্ঘদিনের আপ্ত সহায়ক জয়কৃষ্ণ ঘোষ বাংলানিউজকে বলেন,
‘সকাল সাড়ে ৯ টায় ইন্দিরা ভবনে অনুষ্ঠান শুরু হবে। লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, সিপিএমের সর্বভারতীয় নেতা সাংসদ সীতারাম ইয়েচুরি, ফরোওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক অশোক ঘোষ প্রমুখ আসবেন। ’

আরও অসংখ্য সাধারণ মানুষ আসবেন বলে জানান তিনি।

রাজ্য সরকারের উদ্যোগেও এ দিনটি পালিত হবে।

সকাল সাড়ে ১১টায় বিধানসভায় জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য স্পিকার বিমান ব্যানার্জি সব দলের বিধায়কদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

বিধানসভা ভবনের মধ্যে প্রয়াত জননেতার তৈলচিত্রে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিধানসভার সাবেক স্পিকার হাসিম আবদুল হালিম উপস্থিত থাকবেন।

প্রতিবছরের মতো বিধানসভা ভবনে জ্যোতি বসু স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে।

প্রয়াত জননেতার দল সিপিএমের পক্ষ থেকে এ দিনটিতে কোনও অনুষ্ঠান করা হচ্ছে না।

সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু জানান, দলের পক্ষ থেকে একমাত্র মুজফ্ফর আহমেদের জন্মদিনটি পালন করা হয়।

তবে রাজারহাটে জ্যোতি বসু নগরীতে তার নামাঙ্কিত গবেষণা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।