ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ১৩ হাজার বোতল ফেনসিডিল সিরাপ জব্দ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, এপ্রিল ২০, ২০১৬
ত্রিপুরায় ১৩ হাজার বোতল ফেনসিডিল সিরাপ জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরায় ফের জব্দ করা হয়েছে নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল। বুধবার (২০ এপ্রিল) দুপুরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সিপাহীজলা জেলার গকুল নগরের ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের জওয়ান এবং পশ্চিম জেলার অন্তর্গত বোধজংনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল বোঝাই একটি ট্রাক আটক করে।

বোধজংনগর গ্রোথ সেন্টার এলাকা থেকে ট্রাকটি প্রথমে থানায় নিয়ে আসে যৌথ বাহিনী। এ সময় এতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৩ হাজার ৩০০ বোতল ফেনসিডিল সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ১৪ লাখ রুপি বলে সংবাদমাধ্যমকে জানান বোধজংনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাত শিল।

বাংলাদেশে পাচারের উদ্দেশে ফেনসিডিলগুলো গুঁড়োদুধের প্যাকেটের পেছনে লুকিয়ে রাজ্যের বাইরে থেকে ত্রিপুরায় নিয়ে আসা হয়েছিল বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।