ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এ বছরই আগরতলা-আখাউড়া রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হবে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, মে ১, ২০১৬
এ বছরই আগরতলা-আখাউড়া রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: প্রস্তাবিত আগরতলা-আখাউড়া রেলপথ সম্প্রসারণের জন্য ১৫০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে, এ বছরই এই রেলপথ স্থাপনের কাজ শুরু হবে। শনিবার (৩০শে এপ্রিল) আগরতলায় এসে এ তথ্য জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের(এনএফআর) প্রশাসনিক কর্তা এ এস গড়ুর।

 


এনএফআর’র প্রশাসনিক কর্তা এ এস গড়ুর, এনএফআর’র দুই মুখ্য-বাস্তুকার হরপাল সিং ও এম ভাস্কর এবং উপ-বাস্তুকার রাজীব সিং শনিবার (৩০শে এপ্রিল) সন্ধ্যায় মহাকরণে গিয়ে ত্রিপুরার পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে’র সঙ্গে এক বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার পরিবহন দপ্তরের সচিব সমরজীৎ ভৌমিকও।

বৈঠক শেষে এনএফআর’র প্রশাসনিক কর্তা এ এস গড়ুর সংবাদ মাধ্যমকে জানান আগরতলা পর্যন্ত ব্রডগেজের যাত্রীবাহী ট্রেন চালানোর বিষয়ে কথা হয়েছে বৈঠকে। তিনি আরও জানান আগামী সোমবার (২রা মে) থেকে মোট চার বার পরীক্ষামূলক ভাবে যাত্রী ট্রেন চলবে তার দশ থেকে পনের দিনের মধ্যে নিয়মিত ভাবে যাত্রী ট্রেন চলাচল শুরু হবে।

বাংলাদেশ সময়:০২৫৫ ঘণ্টা, মে ০১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।