ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গলমহলে ১০ হাজার যুবককে পুলিশের চাকরি দেবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১
জঙ্গলমহলে ১০ হাজার যুবককে পুলিশের চাকরি দেবে সরকার

কলকাতা: ঝাড়গ্রামে আগামী ৩ মাসের মধ্যে ১০ হাজার যুবককে পুলিশে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উন্নয়নের প্যাকেজ নিয়ে জঙ্গলমহলে মঙ্গলবার প্রথম দিনের সফরের দ্বিতীয় জনসভায় এ ঘোষণা দেন মমতা।



রাজ্য সরকারের হোমগার্ড ও স্পেশাল পুলিশ পদে ১০ হাজার যুবককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৩ মাসের মধ্যে আবেদন পত্র জমা নেওয়া হবে। জঙ্গলমহলে আর কেউ কর্মহীন থাকবে না। ’

জঙ্গলমহলে সরকারি পেনশন প্রাপ্তদের সংখ্যা ৮ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করারও ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ প্রকল্প আগামী সেপ্টেম্বর থেকে চালু হবে বলে জানান তিনি।

এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামের জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকার খাবার দিলে তা নিতে কখনও ভয় পাবেন না। যাদের হাতে বন্দুক থাকে, তারাই দিনরাত ভয় পায়। ’

মাওবাদীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘জীবনের মূল স্রোতে যারা ফিরে আসতে আগ্রহী তাদের সরকার সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। আর বন্দুক ধরতে হলে দেশের জন্য ধরুন। ’

জনসভা শেষে তিনি যান বাঁকুড়ার সার্কিট হাউসে। সেখানে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর বুধবার সারেঙ্গার এক জনসভায় ভাষণ দেবেন।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।