ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার উত্তর জেলায় পানি বন্দি বহু মানুষ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, মে ১৯, ২০১৬
ত্রিপুরার উত্তর জেলায় পানি বন্দি বহু মানুষ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। লাগাত‍ার বৃষ্টির কারণে রাজ্যের নিচু এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ।



প্রবল বৃষ্টির কারণে রাজ্যের উত্তর জেলার ধর্মনগর এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধর্মনগর শহরের চন্দ্রপুর, দুর্গাপুর, বটরশি, রাজবাড়ী, শনিছড়াসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। সব চেয়ে খারাপ অবস্থা শনিছড়া এলাকায়। এখানে পানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য নৌকা নামানো হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ বন্যার কারণে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রশাসন থেকে তাদেরকে সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) বন্যা কবলিত কিছু এলাকায় গিয়ে দেখা যায়, পানিবন্দি অনেক মানুষ উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। তাদের অভিযোগ পানিবন্দি অবস্থায় থাকার প্রায় ২৪ ঘণ্টা পার হলেও কেউ তাদের খোঁজ নিতে আসেনি।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মে ১৯, ২০১৬
জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।