ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে রাজ্যসভায় নির্বাচিত হলেন ৬ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

কলকাতা: ভারতের রাজ্যসভার নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ৬ জন প্রার্থী  বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হলেন।

এ ৬ জন প্রার্থীর মনোয়নপত্র বুধবার পরীক্ষা করা হয়।

এদের মনোনয়নপত্রে কোন ক্রটি না থাকা ও বিরুদ্ধে কোন প্রার্থী না থাকার কারণে রাজ্যসভার নির্বাচিত সাংসদ হলেন এরা।

এই ৬ জনের মধ্যে ৪ জন হলেন: তৃণমুলের সৃঞ্জয় বসু, দেবব্রত ব্যানার্জি, ডেরেক ও ব্রায়েন ও সুখেন্দুশেখর রায়। এছাড়া কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ও সিপিএমের সীতারাম ইয়েচুরি।

বিধানসভা সূত্রে জানা গেছে, এই ৬ জনকে আগামী ১৫ জুলাই কলকাতার বিধানসভা ভবনে সাংসদের প্রশংসাপত্র তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।