ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিআইটিইউ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিপুরাজুড়ে নানা কর্মসূচি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মে ৩০, ২০১৬
সিআইটিইউ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিপুরাজুড়ে নানা কর্মসূচি

আগরতলা: বামফ্রন্ট সমর্থিত শ্রমিক সংগঠন সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন’র (সিআইটিইউ) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিপুরাজুড়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

 

সোমবার (৩০ মে) সকাল থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আগরতলাসহ রাজ্যের প্রতিটি মহকুমায় সিআইটিইউ’র অফিসে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। বিভন্ন এলাকায় ৠালির অায়োজন করা হয়।

সংগঠনের খোয়াই জেলার অন্তর্গত কল্যাণপুর বিভাগীয় কমিটির পক্ষে স্থানীয় কল্যাণপুর হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন রাজ্যের বিভিন্ন এলাকায় আলোচনাসহ নানা সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এনএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।