ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ভিসা প্রার্থীদের জন্য প্রতীক্ষালয়

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ভিসা প্রার্থীদের জন্য প্রতীক্ষালয়

কলকাতা: পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ যাবার জন্য ভারতীয়সহ বিদেশিদের ভিসা সংগ্রহের জন্য আসতে হয় কলকাতার বঙ্গুবন্ধু শেখ মুজিব সরণির উপ-হাইকমিশনে। এখানে এবার দুটি ভিসা প্রার্থীদের জন্য প্রতীক্ষালয় নির্মাণ করল কলকাতা পৌরসভা।



এই প্রতীক্ষালয় দুটির নির্মাণের সংবাদ দিয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রেসসচিব কাজি মোশতাক জহির শুক্রবার বাংলানিউজকে বলেন, ‘দীর্ঘদিন ধরেই প্রতিদিন সকাল ও বিকালে অনেক মানুষ ভিসার জন্য হাইকমিশনের বাইরে কাউন্টারের জানলার সামনে অপেক্ষা করেন। বৃষ্টি ও রোদের তাপে তারা অনেক সময় অসুস্থ হয়ে পড়েন। বসার জায়গা না থাকায় তাদের দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। ’

তিনি আরও বলেন, ‘এই অসুবিধা দূর করার জন্য কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার মোহম্মদ মোস্তাফিজুর রহমান কলকাতার মেয়র শোভন চ্যাটার্জিকে অনুরোধ করেন উপ-হাইকমিশনের বাইরের ফুটপাতে প্রতীক্ষালয় নির্মাণ করার জন্য। সেই আবেদনে সাড়া দিয়ে কলকাতা পৌরসভার পক্ষ থেকে দুটি প্রতিক্ষালয় নির্মাণ করা হয়েছে। ’

উপ-হাইকমিশনের বাইরের ফুটপাতে ফাইবারের শিট দিয়ে নির্মাণ করা হয়েছে প্রতীক্ষালয় দুটি। সাদা টাইলস দিয়ে ৬টি বসার জায়গাও তৈরি করা হয়েছে।

ভিসার জন্য অপেক্ষারত মানুষজন এতে বেজায় খুশি। মধ্যমগ্রাম থেকে আসা প্রবীণ অমর সাহা বলেন, ‘এটা হওয়ায় আমাদের মতো বয়স্কদের উপকার হল। এখন যদি পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা করা যায় তবে ভাল হয়। ’

ভারতীয় সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।