ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রমজান উপলক্ষে মমতার বিশেষ প্যাকেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ২, ২০১৬
রমজান উপলক্ষে মমতার বিশেষ প্যাকেজ

কলকাতা: রমজান মাস উপলক্ষে পশ্চিমবঙ্গের ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গোটা মাসজুড়ে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি রেশন দোকান থেকে সুলভ মূল্যে বিক্রি করা হবে বিশেষ রমজান প্যাকেট।

সাধারণ পণ্যের সঙ্গে আলাদাভাবে এই প্যাকেজে থাকবে চাল, ময়দা, খেজুর, ছোলা ও চিনি। বাজারের থেকে কম মূল্যে এই জিনিস পৌঁছে দেওয়াই বিশেষ এ প্যাকেজের প্রধান লক্ষ্য।

তবে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, শুধু ইসলাম ধর্মাবলম্বীরাই নন, পশ্চিমবঙ্গের নাগরিক ও রেশন কার্ড আছে এমন যে কেউ এ প্যাকেজ নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুন ০২, ২০১৬
ভিএস/জিসিপি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।