ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্বভারতীতে বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণে যুবকের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, জুন ২, ২০১৬
বিশ্বভারতীতে বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণে যুবকের যাবজ্জীবন

কলকাতা: শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের দায়ে সফিকুল ইসলাম নামে এক ছাত্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পশ্চিমবঙ্গের শিউরি আদালত। এরই সঙ্গে নির্যাতিতাকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (০২ জুন) এ রায় ঘোষণা করেন শিউরি আদালত।

ঘটনার সূত্রে জানা যায়, ২০১৪ সালে বাংলাদেশ থেকে পড়তে আসা এক ছাত্রী অভিযোগ করেন- তার অশ্লীল ছবি তুলে সফিকুল ইসলাম নামে এক ছাত্র তার ওপর শারীরিক নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশ থেকে পড়তে আসা ছাত্র সফিকুল এ ঘটনার মূল অপরাধী।

ছাত্রীটির পরিবার সফিকুলেন বিরুদ্ধে বোলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত ছাত্রটিকে গ্রেফতার করে। টানা দুই বছর বিচারের পর বৃহস্পতিবার সফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন শিউরি আদালত।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ০২, ২০১৬
ভিএস/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।