ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতাকে সংবর্ধনা দেবেন পশ্চিমবঙ্গের শিল্পপতিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, জুন ৫, ২০১৬
মমতাকে সংবর্ধনা দেবেন পশ্চিমবঙ্গের শিল্পপতিরা মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: পশ্চিমবঙ্গে দ্বিতীয়বারের মতো নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেবেন শিল্পপতিরা।

 

মঙ্গলবার (০৭ জুন) এ সংবর্ধনা অনুষ্ঠান করবে ভারতের জাতীয় স্তরের তিনটি বণিক সভা অ্যাসোচেম, ফিকি ও সিআইআইসহ পশ্চিমবঙ্গের একাধিক বণিক সভা।

এ বিষয়ে আমন্ত্রণ পত্র পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর কাছে।

মমতা প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বণিক সভাগুলোর এ ইচ্ছে ছিল। তাই দ্বিতীয়বার জয়ের পর তারা আর দেরি করতে রাজি নন বলে বণিক সভা সূত্রে জানা গেছে।

জাতীয় বণিক সভাগুলোর সঙ্গে বেঙ্গল চেম্বার অব কমার্স, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এমসিসি চেম্বার অব কমার্স, ভারত চেম্বার অব কমার্স, ওরিয়েন্টাল চেম্বার অব কমার্স, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স, ক্যালকাটা চেম্বার অব কমার্সের মতো রাজ্যের বণিক সভাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাবে।

বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গের নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে বণিক সভাদের যোগাযোগ ইতিবাচক মাত্রা যোগ করতে পারে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
ভিএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।