ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের আরামদায়ক দিন মঙ্গলবার!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
পশ্চিমবঙ্গের আরামদায়ক দিন মঙ্গলবার!

কলকাতা: প্রকৃতির খেয়াল সত্যিই অদ্ভুত! ঠিক দু'দিন আগে গরমে হাঁসফাঁস করছিলো কলকাতাসহ পশ্চিমবঙ্গের মানুষ। তখন ভাবাও যায়নি তার দু’দিন পরই পশ্চিমবঙ্গের সবচেয়ে আরামদায়ক দিন আসবে।

 

কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুন) এ বছরের সবচেয়ে আরামদায়ক দিন। আজ গড় তাপমাত্রা ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। গরমের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে উধাও ঘেমে স্যাতস্যাতে হওয়ার সমস্যা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশে মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলবে দিনভর। এ সুন্দর আবহাওয়া শুধু কলকাতাতেই নয়, আশেপাশের জেলাগুলোতে ও অনুভূত হচ্ছে। আবহাওয়ার এ বিচিত্র ব্যবহারে গোটা পশ্চিমবঙ্গের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছে। তাদের প্রার্থনা যেন এরকম পরিস্থিতি আরও কিছুদিন বজায় থাকে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
ভি.এস/এনএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।