ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনাচক্র অনুষ্ঠিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনাচক্র অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ১৩তম বিশ্ব রক্তদাতা দিবস ও ডা. কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন উপলক্ষে আগরতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দিবসটির এ বছরের স্লোগান ‘রক্তের বন্ধন এক করে বিশ্বজন’।

মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী, আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব এম নাগা রাজু, রামকৃষ্ণ মঠ ও মিশন আগরতলা শাখার অধ্যক্ষ স্বামী হিতকামান্দজী মহারাজসহ অন্য কর্মকর্তারা।

এতে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সামরিক বাহিনীর জওয়ানরা উপস্থিত ছিলেন।

ত্রিপুরা রাজ্য রক্তসঞ্চালন পর্ষদ এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে ছিলো এ আয়োজন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এমজেডআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।