ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিজেপির বিকাশ পর্ব সমাবেশ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
ত্রিপুরায় বিজেপির বিকাশ পর্ব সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে সারা ভারতব্যাপী ‘বিকাশ পর্ব সমাবেশ’ প্রচার কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এরই অংশ হিসেবে ত্রিপুরাতেও চলছে প্রচার কর্মসূচি।

শুক্রবার (১৭ জুন) ত্রিপুরায় প্রচার কর্মসূচিতে অংশ নেন ভারত সরকারের ভারিশিল্প বিষয়ক মন্ত্রী অনন্ত গীতে। গোমতী জেলা সদর উদয়পুরে প্রথমে একটি জনসভা পরে আগরতলায় আরও একটি প্রকাশ্য সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যও রাখেন তিনি।

রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত সমাবেশে তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার উত্তরপূর্ব ভারতের উন্নয়নের বিষয়ে আন্তরিক। কিন্তু ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হয়নি। আসামের ক্ষমতায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিজেপি উত্তরপূর্ব ভারতের ক্ষমতায় এসেছে। আগামী ২০১৮ সালের ত্রিপুরা রাজ্যের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে বলে আশাবদ ব্যক্ত করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন দলের ত্রিপুরার পর্যবেক্ষক সুনীল দেওধর, ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
জিসিপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।