ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় প্রথম বায়োগ্যাস ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
ত্রিপুরায় প্রথম বায়োগ্যাস ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের প্রথম বেসরকারি উদ্যোগে বায়োগ্যাস ম্যানুফেকচারিং ইউনিট এর শিলান্যাস হল শনিবার (১৮ই জুন) বিকেলে।  

 

রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত দেবেন্দ্রনগরে এই বায়োগ্যাস ম্যানুফ্যাকচারিং ইউনিট এর শিলান্যাস করেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী তপন চক্রবর্তী।

প্রদীপ প্রজ্বলন ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে এর সূচনা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী বলেন ত্রিপুরা রাজ্যে শিল্প, কারখানা গড়ার উপযুক্ত পরিবেশ রয়েছে। রাজ্যে বিনিয়োগের জন্য ভর্তুকির পরিমাণ বাড়ানো হয়েছে। রাজ্য সরকার সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া দফতরের মন্ত্রী সহিদ চৌধুরী, বিধায়ক হরিচরণ সরকার সহ অন্যান্যরা।

শিল্পটি ফিনিক্স ইন্ডিয়া রিচার্জ এন্ড ডেভলপমেন্ট গ্রুপ ও সংহতি ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে স্থাপিত হবে। এটি নির্মাণে খরচ হবে প্রায় ৫ কোটি রুপি।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।