ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাধারণ মানুষকে সচেতন করতে মোটরসাইকেল ভ্রমণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুন ২০, ২০১৬
সাধারণ মানুষকে সচেতন করতে মোটরসাইকেল ভ্রমণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারত সরকারের ‘স্বচ্ছ ভারত মিশন’ ও ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ সহ অন্যান্য জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মোটরসাইকেল ভ্রমণে বেরিয়েছেন মহারাষ্ট্র রাজ্যের চালনা জেলার বাবা সাহেব ভাওয়ার।

 

এরই মধ্যে রাজ্যের বিভিন্ন শহর ঘুরে সোমবার (২০ জুন) ত্রিপুরার উত্তর জেলার জেলাসদর ধর্মনগরে এসে পৌঁছান তিনি।

বাবা সাহেব ভাওয়ার জেলা প্রশাসক (ডিএম) সন্দীপ নামদেও মহাত্মাসহ অফিসের অন্যান্য কর্মচারীদের সঙ্গে কথা বলে তার উদ্দেশ্যে তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক তার এ ভ্রমণের প্রশংসা করেন।

এর আগেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ১৯৯৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একবার ভারত ভ্রমণ করেছেন তিনি।

তার এই উদ্দেশ্য সফল করতে দেশের বিভিন্ন রাজ্যের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও), ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসছে বলেও জানান বাবা সাহেব ভাওয়ার।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ২০, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।