ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ থেকে জ্বালানি পণ্য আনার অনুরোধ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
পশ্চিমবঙ্গ থেকে জ্বালানি পণ্য আনার অনুরোধ

আগরতলা: বর্ষার মৌসুমে পেট্রোপণ্যসহ রান্নার গ্যাস পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে বাংলাদেশের মধ্য দিয়ে ত্রিপুরায় নিয়ে আসার জন্য ভারত সরকার জ্বালানি মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ত্রিপুরা সরকার।

বর্ষার মৌসুম আসতে না আসতেই দেশের অন্য রাজ্য থেকে সড়ক পথে ত্রিপুরা রাজ্যে আসার একমাত্র জাতীয় সড়ক আসাম-আগরতলা রোডের ত্রিপুরা আসাম সীমান্তবর্তী লোয়াইরপোয়া এলাকার সড়ক যোগাযোগের অনুপোযোগী হয়ে পড়েছে।

 

এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আগেই ত্রিপুরা সরকার ভারত সরকার ও আসাম সরকারকে জানানো হয়েছিলো, কিন্তু ভারত সরকার বা আসাম সরকার সময় মতো ত্রিপুরার জীবন রেখা বলে পরিচিত এ সড়ক সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাই বর্ষার মৌসুম আসতে না আসতেই সড়কটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে।

এদিকে, গোটা ভারতের সঙ্গে দক্ষিণ আসামসহ ত্রিপুরার রেল যোগাযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায় চরম বিপাকে পড়েছে ত্রিপুরা রাজ্য, বর্ষার মৌসুমে পেট্রোপণ্যসহ রান্নার গ্যাসের চরম সঙ্কট দেখা দিয়েছে। পেট্রোল পাম্পে গাড়িসহ বাইকের দীর্ঘ লাইন পড়ছে।

জ্বালানি মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়েছে বলে শনিবার (২৫ জুন) মহাকরণে নিজ কক্ষ থেকে রাজ্যের পরিবহন দফতরের মন্ত্রী মানিক দে সংবাদ মাধ্যমকে এ কথা জানান।
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে আসাম হয়ে সড়ক পথে ত্রিপুরার দূরত্ব দুই হাজার তিনশ’ কি. মি.। অপর দিকে হলদিয়া থেকে বাংলাদেশ হয়ে ত্রিপুরার দূরত্ব মাত্র ছয়শ ৫০ কি. মি. প্রায়। এতে অনেকটাই সময় কম লাগবে।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।