ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৩শ’ ভোটার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৫, জুন ২৭, ২০১৬
তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৩শ’ ভোটার

আগরতলা: ত্রিপুরায় ক্রমেই শক্তিশালী হচ্ছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ৩শ’র বেশি ভোটার।

 

ত্রিপুরার ছয় কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে এক দিকে যেমন কংগ্রেস ক্রমেই দুর্বল হচ্ছে। বিপরীত দিকে তৃণমূল কংগ্রেসে প্রতিদিনই নতুন নতুন ভোটার যোগ দিচ্ছেন।

রোববার (২৬ জুন) বিকেলে পশ্চিম জেলার সূর্য্যমণিনগরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সুদীপ রায়বর্মণ, আশিষ সাহা, অরুণ চন্দ্র ভৌমিকসহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
জিসিপি/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।