ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় স্বামী হত্যা চেষ্টার দায়ে স্ত্রীর কারাদণ্ড

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
ত্রিপুরায় স্বামী হত্যা চেষ্টার দায়ে স্ত্রীর কারাদণ্ড

আগরতলা: ত্রিপুরায় স্বামীকে অ্যাসিড ছুড়ে হত্যার চেষ্টার দায়ে স্ত্রীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক এ কারাদণ্ডাদেশ দেন।

এরআগে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মেলাঘর থানার জুমের ঢেপ এলাকার বাসিন্দা বাবুল দেবনাথের স্ত্রী ঊষা দেবনাথ পারিবারিক কলহের জেরে স্বামীর মুখে অ্যাসিড ছুড়ে মারেন। এতে বাবুলের (স্বামী) ডান চোখ ও কান ঝলসে যায়।
এ ঘটনার বাবুলের মা পুষ্পা রানি দেবনাথ মেলাঘর থানায় ঊষার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ঊষাকে গ্রেফতার করে আদালতে পাঠান।
বৃহস্পতিবার আদালত অভিযুক্ত ঊষাকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। একই সঙ্গে ২০ হাজার রুপি জরিমানা করেন। অনাদায়ে আরও ৬মাসের জেলে দেন বলে জানান সরকারপক্ষের আইনজীবী সঞ্জিত চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।