ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঈদে আগরতলার আইসিপি’র ৬ দিনের ছুটি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
ঈদে আগরতলার আইসিপি’র ৬ দিনের ছুটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগরতলার সীমান্তবর্তী ভারত-বাংলাদেশের মধ্যকার পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কেন্দ্র আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) টানা ছয়দিন ছুটি থাকবে।

রোববার (০৩ জুলাই) এই ছুটি শুরু হয়ে চলবে শুক্রবার (৮ জুলাই) পর্যন্ত।

সবশেষে আগামী শনিবার (৯ জুলাই) থেকে আবার আইসিপি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

ঈদ উপলক্ষে আগরতলার আইসিপি পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর ইন্টিগ্রেটেড ডেভলাপমেন্ট কমপ্লেক্স (আইডিসি), উত্তর জেলার রাগনা ল্যান্ড কাস্টম স্টেশন, ঊনকোটি জেলার মনু ল্যান্ড কাস্টম স্টেশন, দক্ষিণ জেলার বিলোনিয়া ল্যান্ড কাস্টম স্টেশনও বন্ধ থাকবে বলে জানা যায়।

ছয়দিন পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও এই সময় উভয় দিকে যাত্রীদের আসা-যাওয়া স্বাভাবিক থাকবে বলেও জানা যায়।

টানা ছয়দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার কারণে রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন শহরে মাছের অভাব দেখা দিবে। কারণ বাংলাদেশ থেকে প্রয়োজনীয় মাছ এ রাজ্যে আসে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
জিসিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।