ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার চিড়িয়াখানায় তৈরি হচ্ছে সুন্দরবনের পরিবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, জুলাই ১৯, ২০১৬
কলকাতার চিড়িয়াখানায় তৈরি হচ্ছে সুন্দরবনের পরিবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ‘বন্যেরা বনে সুন্দর’, কথাটি বারবার বলা হলেও বাস্তবে চিড়িয়াখানার জীবজন্তুদের দেখলে মনেই হয় না তারা আদৌ বনের পরিবেশ থাকার সুযোগ পায়। এবার সেই বনের পরিবেশ ফিরিয়ে আনার পরিকল্পনা হাতে নিয়েছে কলকাতা চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

কলকাতা চিড়িয়াখানা জুড়ে সুন্দরবনের পরিবেশ আনার পরিকল্পনা করা হয়েছে।

চিড়িয়াখানা সূত্রে জানা যায়, কলকাতা শহরের প্রাণকেন্দ্র আলিপুরে সুন্দরবনের পরিবেশ তৈরি করার মতো বেশ কঠিন পরিকল্পনা হাতে নিয়েছে চিড়িয়াখানার কর্তৃপক্ষ। এই বিষয়ে মূল পরিকল্পনা করা হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছে বলে জানা যায়।

কলকাতা চিড়িয়াখানার মধ্যে যে সমস্ত জলাশয়গুলি রয়েছে তারই আশেপাশেই লাগানো হচ্ছে সুন্দরী, গরান, গেঁওয়াসহ বিভিন্ন ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ, ঠিক যেমন সুন্দরবনে দেখা যায়। এমনকি রয়েল বেঙ্গল টাইগারের খাঁচাতেও বনের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।

সূত্র আরো জানায়, চিড়িয়াখানার প্রতিটি জলাশয়েই পাইপের মাধ্যমে গঙ্গার জল আসে। জোয়ার ও ভাটার নিয়ম অনুযায়ী এই জলাশয়গুলোতে জল ওঠানামা করে। সুন্দরবনের নদীর চরিত্রের সঙ্গে যেটি মিলে যায়। প্রাথমিকভাবে বেশকিছু জায়গায় ম্যানগ্রোভ অরণ্যের গাছ লাগানো হয়েছে।

যদি এই গাছগুলি ঠিকমতো বেড়ে ওঠে তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের পরিকল্পনা পুরো সফল হবে। আর তখনই পশু পাখিরা ফিরে পাবে তাদের পছন্দের বন্য পরিবেশ।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
ভিএস/জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।