ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার কল্যাণপুরে ৩ জুয়াড়ি আটক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, জুলাই ২০, ২০১৬
ত্রিপুরার কল্যাণপুরে ৩ জুয়াড়ি আটক

আগরতলা: ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কল্যাণপুর থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

আটক তিনজন হলেন- প্রসঞ্জিৎ দেব্বর্মা, যুদ্ধ দেব্বর্মা ও সুজীত দেব্বর্মা।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বুধবার (২০ জুলাই) খোয়াই আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত কিছু দিন ধরে কল্যাণপুর এলাকায় জুয়াসহ মদের রমরমা কারবার চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।