ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

শহীদ দিবসে কলকাতায় মমতার জনসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
শহীদ দিবসে কলকাতায় মমতার জনসভা

কলকাতা: ২১ জুলাই ‘শহীদ দিবস’ উপলক্ষে কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায় সমাবেশ করছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। সমাবেশে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল থেকে কলকাতার আশপাশের বিভিন্ন জায়গা থেকে মিছিলসহকারে জনগণ সমাবেশে আসতে শুরু করেছেন।  

দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনৈতিক কোনো জনসভায় বিকেলে জনগণের মুখোমুখি হবেন।  

তবে দূরবর্তী জেলাগুলো থেকে বুধবার (২০ জুলাই) থেকেই মানুষ আসতে শুরু করেছেন। রাতে অনেক মানুষ সমাবেশস্থলেই রাত্রি যাপন করেন। সমাবেশ এলাকায় চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।
 
সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোটা ধর্মতলা এলাকায় বসানো হয়েছে গোপন ক্যামেরা। থাকছে কলকাতা পুলিশের বিশেষ নিরাপত্তা দল। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন রাস্তায় বড়বড় মিছিল বেড়িয়ে পড়েছে। এর ফলে যানজটের সম্ভাবনা তৈরি হয়েছে।
 
নির্বাচনে জয়লাভের পর প্রথম জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের কি বার্তা দেন সেই নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
ভিএস/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।