ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় পেট্রোপণ্যের সঙ্কট নিরসনের দা‍বিতে সড়ক অবরোধ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
ত্রিপুরায় পেট্রোপণ্যের সঙ্কট নিরসনের দা‍বিতে সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও পেট্রোল-ডিজেলের (পেট্রোপণ্য) সঙ্কটের প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।

 

শনিবার (২৩ জুলাই) রাজ্যব্যাপী ১ ঘণ্টা সড়ক অবরোধ রেখে এই কর্মসূচি পালন করা হয়।

১০টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচি চলে।

তৃণমূল কংগ্রেস নেতাদের অভিযোগ, ত্রিপুরা রাজ্যের এক মাত্র ৪৪ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার জন্য গত চারমাস ধরে রাজ্যে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তীব্র সঙ্কট চলছে। জাতীয় সড়কের এই বেহাল অবস্থা দূর করার জন্য ত্রিপুরা রাজ্যের সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। এই কারণে রাজ্যের সাধারণ জনগণকে সমস্যায় পড়তে হচ্ছে।

রাজধানী আগরতলার মোট ১০টি গুরুত্বপূর্ণ স্থানসহ রাজ্যের প্রতিটি মহকুমাতেও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।