ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা সফরে যাচ্ছেন তারানা হালিম

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
আগরতলা সফরে যাচ্ছেন তারানা হালিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের আগরতলা সফরে যাচ্ছেন বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে আগামী ৩০ জুলাই (শনিবার) প্লেনে যোগে আগরতলা পৌঁছাবেন।

শনিবার (২৩ জুলাই) আগরতলায় নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মোহম্মদ শাখাওয়াত হুসেইন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ওইদিন সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী হলে এক সাংস্কৃতিক সন্ধ্যায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারানা হালিম। পরদিন ৩১ জুলাই (রোববার) তিনি আখাউড়া সীমান্ত দিয়ে ঢাকায় ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
জিসিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।