ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, জুলাই ২৮, ২০১৬
আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলা-আখাউড়ায় বাংলাদেশ-ভারত রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক ও ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু। আগরতলা-দিল্লি যাত্রীবাহী ট্রেনেরও আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে একই দিন।



রোববার (৩১ জুলাই) বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক, রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন, মহাপরিচালক (ডিজি) মো. আমজাদ হোসেনসহ ছয় সদস্যের এক প্রতিনিধি দলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা রয়েছে। ‍

আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহম্মদ শেখাওয়াত হোসেনের কাছে প্রতিনিধি দলের সফর সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত এ সক্রান্ত কোনো চিঠি পাননি। তবে বাংলাদেশ থেকে রেলমন্ত্রীসহ ছয়জনের একটি প্রতিনিধি দল আসার বিষয় জানতে পেরেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এসআরএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।