ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় সম্মেলন শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় সম্মেলন শুরু

আগরতলা: ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের (জিএমপি) ২১তম কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়েছে মঙ্গলবার (০৩ আগস্ট)। এদিন বিকেলে পশ্চিম জেলার খুমুলুং মোটর স্ট্যান্ডে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়।

সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই (এম) দলের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত, দলের পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরা  রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআই (এম) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা ত্রিপুরার মন্ত্রী অঘোর দেববর্মা, গণমুক্তি পরিষদের সম্পাদক নিরঞ্জন দেব্বর্মা, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের মুখ্য নির্বাহী সদস্য রাধা চরণ দেব্বর্মা সহ অন্য বাম নেতারা।

সমাবেশে প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সন্ধ্যায় খুমুলুংয়ের নুয়াই ডিটরিয়ামে সিপিআই (এম) দলের পলিটব্যুরো সদস্যরা কারাত কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলন উপলক্ষে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৫৩০ জন প্রতিনিধি আসেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।