ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় জাতীয় কৃমিনাশক দিবস পালিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
ত্রিপুরায় জাতীয় কৃমিনাশক দিবস পালিত

আগরতলা: ত্রিপুরা রাজ্য জুড়েও পালিত হয়েছে জাতীয় কৃমিনাশক দিবস।

বুধবার (১০ আগস্ট) ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।

এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী বাদল চৌধুরী, ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের প্রধান সচিব এসকে রাকেশ, স্বাস্থ্য অধিকর্তা ডা. জেকে দেব বর্মা, ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের অধিকর্তা ডি ডার্লং, জাতীয় স্বাস্থ্য নিশনের ত্রিপুরার মিশন অধিকর্তা ডা. শৈলেশ কুমার যাদব প্রমুখ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী বাদল চৌধুরী ছোট ছোট শিক্ষার্থীদের মুখে কৃমির ট্যাবলেট খাইয়ে কৃমিনাশক দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচিতে রাজ্যের ১৯ বছর বয়সী ১১ লাখ ছেলে-মেয়েকে ট্যাবলেট খাওয়ানো হয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট  ১০, ২০১৬
জিসিপি/জেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।