ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পেট্রাপোল সীমান্তে বিজিবি-বিএসফের রাখি উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
পেট্রাপোল সীমান্তে বিজিবি-বিএসফের রাখি উৎসব ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারতের পেট্রাপোল সীমান্তে প্রাক স্বাধীনতা দিবস এবং রাখি উৎসব উদযাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১০ আগস্ট) পেট্রাপোল-বেনাপোল সীমান্ত অঞ্চলে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বিএসএফ।

অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে ভারতের ‍এফএম চ্যানেল ৯২.৭ বিগএফএম। এতে সংগীত পরিবেশন করেন বলিউডের শিল্পী শিল্পা রাও এবং বাংলাদেশের শিল্পী মাহেরিন।
 
এই অনুষ্ঠানে বর্ডার গার্ড ‍বাংলাদেশের (বিজিবি) ৬০ জন সদস্য ও ৩৫ জন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী যোগ দেয়। ছাত্রীরা ভারত ও বাংলাদেশ সীমান্তরক্ষীদের হাতে রাখি বেঁধে দেয়।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এস এস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।