ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

খোয়াই জেলায় ভারতীয় জাল রুপিসহ যুবক আটক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
খোয়াই জেলায় ভারতীয় জাল রুপিসহ যুবক আটক

আগরতলা: ভারতীয় জাল রুপিসহ এক যুবককে আটক করেছে ত্রিপুরার খোয়াই জেলা পুলিশ। জেলার অন্তর্গত চাকমাঘাঁট বাজারে বুধবার (১০ আগস্ট) রাতে ওই যুবক ভারতীয় জাল রুপি দিয়ে বিভিন্ন দোকান থেকে পণ্য কেনার চেষ্টা করে।

বিষয়টি বাজারের ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা স্থানীয় তেলিয়ামুড়া থানায় খবর দেন।

খবর পেয়ে খোয়াই থানার ভারপ্রাপ্ত এসডিপিও শ্যামানন্দ শর্মার নেতৃত্বে পুলিশ চাকমাঘাঁট বাজারে এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের জেরায় সে জানায়, তার নাম স্যামুয়েল হালাম। বাড়ি খোয়াই জেলার অন্তর্গত কচুছড়া এলাকায়।

এরপর পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৬টি ভারতীয় জাল ১শ’ রুপির নোট, ভুয়া ভারতীয় ভোটার পরিচয়পত্র ও একটি প্রিন্টার মেশিন জব্দ করে।

আটক স্যামুয়েল হালামকে বৃহস্পতিবার (১১ আগস্ট) খোয়াই আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানায় পুলিশ।
 
তার সঙ্গে আর কে বা কারা জড়িত অথবা আন্তর্জাতিক জাল রুপি পাচারকারীদের যোগাযোগ রয়েছে কি-না রিমান্ডে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট  ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।