ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনে জাতীয় শোক দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনে জাতীয় শোক দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতাস্থিত বাংলাদেশ উপ-হাই কমিশনে জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত দিবস উপলক্ষে কালো ব্যাজ পরে সবাই শোক প্রকাশ করেন।

শোক সভায় রাষ্ট্রপতির বার্তা পাঠ করেন এবিএম জামাল হোসেন (কাউন্সিলর-২, পলিটিক্যাল), প্রধানমন্ত্রীর বাণী পাঠ ওমর ফারুক খান (শিক্ষা ও ক্রীড়া) এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন মোফাকখারুল ইকবাল (প্রথম সচিব, প্রেস)।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
ভিএস/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।