ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিম্নচাপের প্রভাবে কলকাতায় ব্যাপক বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
নিম্নচাপের প্রভাবে কলকাতায় ব্যাপক বৃষ্টি

কলকাতা: নিম্নচাপের প্রভাবে কলকাতা ও পশ্চিমবঙ্গের দক্ষিণাংশের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নিম্নচাপ ও এর প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল।

মায়ানমারে সৃষ্ট নিম্নচাপের জেরেই এ বৃষ্টিপাত বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। রোববার (২১ আগস্ট) বিকেলের পর থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 
শনিবার (২০ আগস্ট) দিনগত গভীর রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়।
 
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার (২২ আগস্ট) পর্যন্ত বৃষ্টির তীব্রতা অব্যাহত থাকবে। ইতিমধ্যে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে মাইকিংয়ের মাধ্যমে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
 
একাধিক বাঁধ থেকে জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।