ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যপালের সঙ্গে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির সাক্ষাৎ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
রাজ্যপালের সঙ্গে  ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলা শহরে মিছিলে তাণ্ডবের ঘটনায় ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব।

মঙ্গলবার (২৩ আগস্ট) আইপিএফটি দল ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে মিছিলের নামে তাণ্ডব চালায়।

এই ইস্যুতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবিতে ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব’র নেতৃত্বে আটজনের একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন।

মিছিলের নামে তাণ্ডব করায় রাজ্যের গৃহমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিপ্লব কুমার। এই ঘটনায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দিয়ে তদন্তেরও দাবি জানান। পাশাপাশি কেন্দ্রীয় সরকারে হস্তক্ষেপসহ এই ঘটনার তদন্তের শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট  ২৬, ২০১৬
জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।